ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুখোমুখি বেলজিয়াম-জাপান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১২, ৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

জাপানের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলো বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল বেলজিয়াম। সেই সঙ্গে ভারসাম্যপূর্ণ জাপানের বিপক্ষে বেলজিয়াম নিজেদের কতটা এগিয়ে নিতে পারে, তা নিয়েও চিন্তিত রেড ডেভিলসরা। তবে কাগজ কলমে জাপানের চেয়ে অনেকটাই এগিয়ে বেলজিয়াম।  

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল করেছে বেলজিয়াম। প্রতিপক্ষের গোলে ২২টি শট নিয়েছেন রোমেলু লুকাকু-এদেন আজাররা। আর কোনো দলই গোলে এত শট নিতে পারেনি। চলতি আসরে মাত্র তিনটি দল গ্রুপ পর্বের সবগুলো ম্যাচেই জয় পেয়েছে। ক্রোয়েশিয়া ও উরুগুয়ের সঙ্গে সেই তালিকায় আছে বেলজিয়াম।

গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের কাছে ১-০ গোলে হারলেও কম হলুদ কার্ড পাওয়া সেনেগালকে পিছনে ফেলে ফেয়ার প্লে রেকর্ডে এগিয়ে থেকে এইচ-গ্রুপের রানার্স-আপ হয় এশিয়ান জায়ান্টরা। অন্যদিকে শক্তিশালী ইংল্যান্ডের রিজার্ভ দলটিকে শেষ ম্যাচে ১-০ গোলে পরাজিত করে জি-গ্রুপের শীর্ষ দল হিসেবে শতভাগ জয় নিয়েই নক আউট পর্বে উঠেছে বেলজিয়াম। আজ জিতলে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের দেখা হতে পারে ফেবারিট ব্রাজিলের।

বেলজিয়াম একাদশ: থিবো কোর্তোয়া, ইয়ান ভার্টোনেন, ভিনসেন্ট কোম্পানি, টবি আল্ডারভাইরেল্ড, ইয়ানিক কারাসকো, আক্সেল উইতসেল, কেভিন ডে ব্রুইনে, তমা মুনিয়ে, এদেন আজার, ড্রিস মের্টেন্স, রোমেলু লুকাকু

জাপান একাদশ: এইজি কাওয়াশিমা, ইউতো নাগাতোমো, গেন সোজি, মায়া ইয়োশিদা, হিরোকি সাকাই, গাকু ওসাকো, মাকোতো হাসেবে, তাকাসি ইনুই, শিনজি কাগাওয়া, গেনকি হারাগুচি, ইউয়া ওসাকো

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি